চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারি (মা.জি.আ) বলেছেন ‘পবিত্র ঈদে মিলাদুন্নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ। রোজে আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামেকে নিয়ে আল্লাহ এই মিলাদের আয়োজন করেছিলেন। নবীদের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবী আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিজে ছিলেন...